লা লিগার গুরুত্বপূর্ণ এক ম্যাচে স্বাগতিক হেতাফেকে ১-০ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

শনিবার রাতের এই জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই হেতাফের ডিফেন্সে চাপ তৈরি করে রিয়াল। বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকে খেলা।

দ্বিতীয়ার্ধে মাঠের পরিস্থিতি পাল্টে যায়। খেলা শুরুর পর মাত্র সাত মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড়কে লাল কার্ডে হারায় হেতাফে, আর ঠিক সেই সময়েই গোল পায় রিয়াল মাদ্রিদ।

বিরতির পর মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় রিয়ালের ভিনিসিউস জুনিয়রের প্রতি কনুইয়ের আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন হেতাফের অ্যালেন নিয়ম। তার তিন মিনিট পর বদলি খেলোয়াড় গিলারের নিখুঁত পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।

খেলার ৮৪তম মিনিটে আরও বিপাকে পড়ে হেতাফে। ভিনিসিউসকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালেক্স সানক্রিস। দুই খেলোয়াড় কম নিয়ে শেষ সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক দল।

শেষ পর্যন্ত এমবাপ্পের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।