ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি। মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। লড়াই ড্রয়ে শেষ হলেও ম্যাচটা জমানোর চেষ্টা করেছিল দুই দল-ই। তবে গোলের সুবর্ণ সুযোগটি পেয়েছিল আল আহলি। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু দুর্ভাগ্য ট্রেজেগেটের শট রুখে দেন মায়ামি গোলকিপার অস্কার উস্তারি। শুরুর ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়া মেসি মায়ামির হয়ে শুরু থেকেই মাঠে ছিলেন। নিষ্প্রভ প্রথমার্ধের পর নিজেকে মেলে ধরেন বিরতির পরে। মায়ামির জয়সূচক গোলটিও পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ফ্রি কিকের পর সুযোগ পেয়ে শট নিলেও আঘাত করে বারে। স্টপেজ টাইমেও চেষ্টা করেছিলেন। অবশ্য মেসি-সুয়ারেজদের ছাপিয়ে আলো কেড়ে নেন মূলত মায়ামির গোলকিপার উস্তারি। প্রথমার্ধে একাই চারটি সেভ করে দলকে ম্যাচে রাখেন তিনি। কিন্তু ম্যান অব দ্য ম্যাচ পারফরম্যান্সটি আসে ৪৬ মিনিটে। যখন আল আহলি পেনাল্টি থেকে নিশ্চিত গোলের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও দারুণ দক্ষতায় সেটি রুখে দেন তিনি। অবশ্য মেসিদের হতাশার দিনে ফিফা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে। মায়ামি ডলফিন্সের হার্ড রক স্টেডিয়ামে দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল। কিন্তু কিক অফের আগে ৬০ হাজারেরও বেশি দর্শক উদ্বোধনী ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রবিবার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনুজ্জ্বল পারফরম্যান্সের জন্য নার্ভাসনেস (স্নায়ুবিক চাপ) ও উদ্বেগকে দায়ী করেছেন মিয়ামির হেড কোচ হাভিয়ের মাচেরানো। তবে দ্বিতীয়ার্ধের খেলা দেখে খেলোয়াড়দের সন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। মাচেরানো বলেন, ‘আমরা জানতাম যে শক্তিশালী দলের বিপক্ষে খেলছি... প্রথমার্ধে নার্ভাসনেস ও উদ্বেগ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তবুও আমাদের জেতার সুযোগ ছিল। দলটি ভালো ছাপ রেখে গেছে। এটাই আমাদের পথ... এইভাবে খেললে আমরা যেকোনো দলকে হারাতে পারি।’ দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে মিয়ামি কোচ বলেন, ‘আমি পারফরম্যান্স নিয়ে খুশি। প্রথমার্ধে কিছু বল হারিয়েছি এবং তাদের অনেক বেশি পাল্টা আক্রমণের সুযোগ দিয়েছি, যেগুলোতে তারা বেশ বিপজ্জনক ছিল। দ্বিতীয়ার্ধে আমরা সুযোগ তৈরি করেছি, খেলাটা নিয়ন্ত্রণ করেছি এবং জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। এটাই ফুটবল।’ মাচেরানো অধিনায়ক এবং আর্জেন্টিনার সাবেক সতীর্থ মেসির পারফরম্যান্সের প্রশংসাও করেন। জুন উইন্ডোতে আর্জেন্টিনার জার্সিতে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলার মাত্র কয়েক দিনের মধ্যে ক্লাব বিশ্বকাপে পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি। মাচেরানো বলেন, ‘মেসির খেলার প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। এত ম্যাচ খেলার পরেও সে এখনো মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দিচ্ছে। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, তবে আজ দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট।’ ইন্টারনেট।
ফুটবল
হতাশায় ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের
ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি। মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। লড়াই ড্রয়ে শেষ হলেও ম্যাচটা জমানোর চেষ্টা করেছিল দুই দল-ই।
Printed Edition
