সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসন্ন উইন্ডোতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলার কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু তাই নয়, শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েও কথা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব কিছুই হচ্ছে না। এখন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। সোমবার দুপুরে অল নেপাল ফুটবল অ্যাসোসয়িশেন তাদরে ফেসবুক পেজ ও ওয়েবসাইটে আনুষ্ঠানকিভাবে ম্যাচ দুটির কথা নিশ্চিত করেছে। কাঠমান্ডুর দশরথ স্টডেয়িামে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই দক্ষিণ এশিয়ার এই দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরর্বতী ম্যাচ ঢাকায় ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র‌্যাঙ্কিং ১৫৩। উঁচু সারির দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৩ এ থাকা নেপাল ম্যাচ দিয়ে। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কতটুকু উন্নতি বা কার্যকর হবে সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশ পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষই বরাবর বেছে নেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে ২-০ গোলে জেতে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন বাফুফে কর্তারা ও কোচ। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে প্রকৃত বাস্তবতা টের পেয়েছে। নেপালও আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচ খেলবে। বাছাইপর্বে 'এফ' গ্রুপে পড়েছে দেশটি। প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনাম। তবে শুরুটা আশানুরূপ হয়নি তাদের। এরই মধ্যে দুই ম্যাচ খেলে একটিতেও পয়েন্টের মুখ দেখেনি নেপাল।পরবর্তী বাছাই ম্যাচে নেপালের প্রতিপক্ষ ভিয়েতনাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর, ভিয়েতনামের মাঠে। তার আগেই বাংলাদেশকে আতিথ্য দিয়ে নিজেদের ঘর গোছাতে চায় স্বাগতিকরা। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও খুব শিগগিরই দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি ম্যাচ, দুই দলের জন্যই বড় একটি প্রস্তুতি মঞ্চ।