এশিয়া সফরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এফসি সিউলকে নিয়ে ছেলেখেলা করে বার্সেলোনা। সেই ম্যাচে কোরিয়ান ক্লাবের বিপক্ষে ৭ গোলে জয় পায় লামিন ইয়ামালরা। এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচেও গোল উৎসব করল তারা। গত সোমবার দায়েগু এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। এদিন স্পেনের মিডফিল্ডার গাভির জোড়া গোলের দেখা পান। দলটির হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পান ইংলিশ ফুটবলার মার্কাস র্যা শফোর্ডও। একটি করে আরও গোল করেন লেভানদোভস্কি ও আন্তোনি ফারনান্দেস। এদিন বার্সা ৭০ শতাংশের বেশি সময় পজিশন ধরে রাখে। গোলের জন্য ২৯টি শট নিয়ে ১৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। যেখানে স্বাগতিক দল নিতে পারে কেবল দুইটি শট। এদিন প্রতিপক্ষের ওপর ম্যাচের ২১তম মিনিটে প্রথম আঘাত হানে বার্সেলোনা। ডান দিকে থেকে দুজনকে ফাঁকি দিয়ে ডি-বক্সের মুখে গাভিকে খুঁজে নেন লামিনে ইয়ামাল। আর বল ধরে দারুণ নিচু শটে দলকে এগিয়ে নেন গাভি। বিরতির ঠিক আগে ডান দিক থেকে বল আলতো করে হাওয়ায় ভাসিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গাভি। গাভির দুই গোলের মাঝে স্কোরলাইনে নাম লেখান লেভানদোভস্কি।
২৭তম মিনিটে বাঁদিক থেকে জেরার্দ মার্তিনের ছয় গজ বক্সের মুখে বাড়ানো বল টোকায় জালে জড়ান পোলিশ তারকা। সিউলের বিপক্ষে দলের প্রথম গোলটি করেন তিনি। চলতি মৌসুমের এই এশিয়া সফরের প্রথম ম্যাচে জাপানের ভিসেল কোবেকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে যাত্রা শুরুর আগে আগামী রোববার জুয়ান গাম্পের ট্রফিতে কোমোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লা লিগার চ্যাম্পিয়নরা। ইন্টারনেট