প্রথমার্ধে ১-১ সমতা। ৭১ মিনিটে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ৮০ মিনিটে সেই ব্যবধান হয় ৩-১। এক সময় যখন মনে হচ্ছিল রিয়ালের মাদ্রিদের হার খুবই সন্নিকটে, তখন লস ব্লাঙ্কোদের ম্যাচে ফেরায় বেলিংহাম। চার মিনিট পর চুঁয়োমেনি গোল করলে ম্যাচে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় রিয়াল। অতিরিক্ত সময়ে সোসিয়েদাদ আরেক গোল করলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের ১১৫ মিনিটে দারুণ হেডে গোল করে রিয়ালকে ফাইনালে তুলেন অ্যান্তনিও রুডিগার। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। ফলে প্রথম লেগের ১-০ গোলে জয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। পুরো মাচে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোলের জন্য ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ভিনিসিয়ুস আর এনদ্রিক আরো কিছু সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত না। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে এবং ৪টি গোল হয়। ১৬ মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে লক্ষ্যে প্রথম শট নিয়েই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৩০ মিনিটে এনদ্রিক গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। ৬৫ মিনিটে এনদ্রিকের বদলি নামেন এমবাপ্পে। ৭১ মিনিটে আলাবার আত্মঘাতী আবারও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হয়। ফাইনালের সুবাসও পেতে শুরু করে সোসিয়েদাদ। ৮২ মিনিটে বেলিংহাম গোল করে ব্যবধান কমানোর চার মিনিট পর চুঁয়েমেনি গোল করে সমতা ফেরান। যোগ করা সময়ে ওইয়ারজাবাল গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। অতিরিক্ত সময়ে হয় নাটকের চূড়ান্ত মঞ্চ। ১১৫ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে ব্যবধান গড়ে দেয় রিয়াল। ইন্টারনেট
ফুটবল
কোপা দেল রের ফাইনালে রিয়াল
প্রথমার্ধে ১-১ সমতা। ৭১ মিনিটে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ৮০ মিনিটে সেই ব্যবধান হয় ৩-১।
Printed Edition
