DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

ফুটবলে নতুন নিয়ম

গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই শাস্তি

গোলরক্ষকদের বল নিয়ে সময়ক্ষেপণ করা বিরল কোনো ঘটনা নয়। প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। তবে সময়ক্ষেপণের এই ঘটনা এবার কমতে যাচ্ছে। কারণ গোলরক্ষকদের জন্য নতুন এক নিয়ম নিয়ে হাজির হয়েছে আন্তর্জাতিক

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
Default Image - DS

গোলরক্ষকদের বল নিয়ে সময়ক্ষেপণ করা বিরল কোনো ঘটনা নয়। প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। তবে সময়ক্ষেপণের এই ঘটনা এবার কমতে যাচ্ছে। কারণ গোলরক্ষকদের জন্য নতুন এক নিয়ম নিয়ে হাজির হয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। বিদ্যমান নিয়ম অনুযায়ী, রেফারির যদি মনে হয় গোলরক্ষক সময়ক্ষেপণ করছেন, তবে তিনি বিপক্ষ দলকে ‘পরোক্ষ ফ্রি কিক’ উপহার দিতে পারেন। কিন্তু বাস্তবে এই নিয়মের প্রয়োগ হয় না বললেই চলে। তবে এবার সময় বেঁধে দিয়েছে আইএফএবি। ৮ সেকেন্ডের বেশি কোনো গোলরক্ষক বল হাতে রাখলে প্রতিপক্ষ দল একটি কর্ণার কিক পাবে। গত বছরের ডিসেম্বর থেকেই ‘টাইম-ওয়েস্টিং রুল’ নামে নতুন এই নিয়ম নিয়ে কাজ করছিল আইএফএবি। নিয়মটি কার্যকর করেছে সংস্থাটি। আগামী মৌসুম থেকে নিয়মটি কার্যকর করা হবে বলে জানিয়েছে তারা। শুধু এটিই নয়, আগামী মৌসুমের জন্য নতুন আরও কয়েকটি নিয়ম আনছে আইএফএবি। আগামী মৌসুম থেকে মাঠের যেকোনো বিশেষ পরিস্থিতিতে রেফারির সঙ্গে যোগাযোগ করতে হলে, সেটি শুধু অধিনায়কই করতে পারবেন। দলের অন্য খেলোয়াড়রা সেটা করতে পারবেন না। এটি অধিনায়ক এবং রেফারির মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও বাড়াবে বলে মনে করছে সংস্থাটি। আরেকটি নিয়ম হলো- খেলোয়াড়দের ইনজুরি কিংবা অন্য কোনো কারণে রেফারি যদি কিছু মুহূর্তের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে যাদের কাছে সর্বশেষ বল ছিল তারা বল ড্রপিংয়ে সুবিধা পাবে। অর্থাৎ বল ড্রপ করে ওই দলের খেলোয়াড়ের কাছে দেয়া হবে। এছাড়া মাঠের বাইরে থাকা কোনো খেলোয়াড় কিংবা স্টাফ যদি মাঠের বাইরে যাওয়ার আগে বল স্পর্শ করে সেক্ষেত্রে প্রতিপক্ষ দল একটি ফ্রি-কিক পাবে। গত কয়েক বছর ধরেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি নিয়ে অনেক সমালোচনা চলছে। এবার এই প্রযুক্তি নিয়েও নতুন নিয়ম এসেছে। ভিএআর প্রযুক্তি ব্যবহার করে কোনো জটিল সিদ্ধান্ত নেয়ার পর মাঠেই সেটির ব্যাখ্যা দেয়ার সুযোগ থাকবে রেফারির কাছে। আগামী ১৪ জুন থেকে এই নিয়মগুলো কার্যকর হবে।