অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বের লক্ষ্যে চিন যাচ্ছে বাংলাদেশ দল। হামজা-জামালরা এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করতে না পারলেও নাজমুল হুদা ফয়সালরা চান মূলপর্বে দেশকে নিয়ে যেতে। আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হবে অ-১৭ এশিয়ান কাপ। মূল পর্ব হবে ১৬ দল নিয়ে। ৯ দল ইতিমধ্যে মূল পর্বে সরাসরি চলে গেছে। বাকী ৭ দল সুযোগ পাবে বাছাইয়ের বাধা টপকে। ৩৭ দলকে সাত গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপসেরা সাত দল যাবে চূড়ান্ত পর্বে। বাছাইয়ে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। এ গ্রুপের ফেভারিট চীন। এই গ্রুপে অন্য দলগুলো হল বাহরাইন, ব্রুনাই, তিমুরলেস্তে ও শ্রীলঙ্কা।

চীন, বাহরাইনের মত দল থাকার পরও কোচ গোলাম রব্বানী ছোটন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন, ‘আমাদের দলের প্রস্তুতি ভালো এবং কয়েকটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। সাফ অ-১৭ এবং চীনে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের ফুটবলারদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে চাই।’ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও একই কথা পুনরাবৃত্তি করেছেন, ‘আমরা চীনে ভালো খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠতে চাই। এজন্য আমরা প্রস্তুত রয়েছি।’