ভুটান নারী জাতীয় লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। বৃষ্টিভেজা সন্ধ্যায় রুদ্ধশ্বাস এক ম্যাচে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী গোলটি করেন বাংলাদেশের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা, মাত্র চার মিনিট বাকি থাকতে। পারোর উঁচু স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের একাদশেই ছিল বাংলাদেশি ফুটবলারদের প্রাধান্য। পারোর হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে থিম্পু সিটির প্রথম একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।
৬৫ মিনিটে থিম্পু সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান শামসুন্নাহার সিনিয়র। ৮৬ মিনিটে পারো এফসির এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই বল এগিয়ে নিয়ে যান ঋতুপর্ণা। ডান দিক দিয়ে দ্রুতগতিতে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার গোলেই নিশ্চিত হয় পারোর জয়।