সাফ নারী ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি তিনজন নেপালি ফুটবলারকে উড়িয়ে এনেছে। এরা হলেন- নেপালের ডিফেন্ডার পূজা রানা, দিপা শাহী ও শাসিষমা। আগামী ৫ থেকে ২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে বসবে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। বাংলাদেশ নারী লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি অংশ নেবে এই লিগে। এই টুর্নামেন্টের জন্য দলগুলো এরই মধ্যে তাদের প্রাথমিক খেলোয়াড় তালিকা জমা দিয়েছেন। নাসরিন স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বেবি বলেন, ‘আমরা ৩২ জন খেলোয়াড়ের নাম সাফের দফতরে জমা দিয়েছি। সেখানে তিনজন নেপালি আছেন। সেই সঙ্গে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও সানজিদা আক্তারসহ যাদের নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তারাও আছে। তিন নেপালি ফুটবলার হবেন বাংলাদেশের কোনো ক্লাবে নাম লেখানো প্রথম নারী বিদেশি ফুটবলার। যদিও বাংলাদেশের নারী লিগে বিদেশি এখনো উম্মুক্ত করা হয়নি। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের জন্য নাসরিন স্পোর্টস একাডেমি তিনজন বিদেশিকে দলে নিয়ে ইতিহাস সৃষ্টি করলো। এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ব্যস্ত থাকবে জাতীয় এবং অনূর্ধ্ব-২০ দল।

এই দুই দলের ৮ ফুটবলারের নামও ৩২ জনের প্রাথমিক তালিকায় রেখেছে নাসরিন স্পোর্টস একাডেমি। তবে রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, সাগিরকাকে এই টুর্নামেন্টের জন্য নাসরিন স্পোর্টস একাডেমি পাবে কিনা, তা নির্ভর করছে জাতীয় দলের শিডিউলের ওপর।

নাসরিন স্পোর্টস একাডেমির প্রাথমিক তালিকা : রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, সাগিরকা, সাথী বিশ্বাস, সোহাগী কিসকু, তসলিমা আক্তার, উমেহলা মারমা, রঞ্জনা রানী, পূজা রানা (েেপাল), দিপা শাহী (নেপাল), সামিকশা ঘিমির (নেপাল), সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাৎসুশিমা সুমাইয়া, নীলুফা ইয়াসমিন নীলা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, স্বর্ণা রানী ম-ল, অর্পিতা বিশ্বাস, থুইনু মারমা, সুরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার, মাহিনুর আক্তার, মামনি চাকমা, নাসরিন আক্তার, নওশন জাহান, রেহেনা আক্তার, ইসরাত জাহান ইশিতা।