সার্জিও বুস্কেটস নামটা শুনলেই ফুটবল ভক্তদের সামনে ভেসে ওঠে নিরলস ছুটে চলা বুদ্ধিদীপ্ত এক ফুটবলারের চেহারা। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে নিজ দলের আক্রমণ গড়ে তোলা, ডিফেন্স ভাঙা পাসে খেলার গতি বদলে দেওয়া—সব মিলিয়ে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে উঠেছিলেন তিনি। দলের প্রাণ হয়ে ওঠা সেই ফুটবলারের পথচলাই শেষ হচ্ছে এবার। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন এই স্প্যানিশ কিংবদন্তি। ইন্টারনেট।