এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার ব্যাপারে সম্মতি দিয়ে এরই মধ্যে চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা সেরেছে আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ এসেছিল মোহামেডানের সামনে। সেজন্য অবশ্য দলটির প্রয়োজন ছিল এএফসির ক্লাব লাইসেন্স। প্রয়োজনীয় কাগজপত্র দিতে ব্যর্থ হওয়ায় লাইসেন্স পায়নি দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।এর ফলে দুয়ার খুলে গেছে প্রিমিয়ার লিগের রানার্সআপ আবাহনীর সামনে। চ্যালেঞ্জ লিগের আগামী আসরে অংশ নেবে আকাশি-নীল জার্সিধারীরা। ক্লাব লাইসেন্স থাকায় আবাহনীর জন্য এই প্রতিযোগিতায় অংশ নেয়ার ক্ষেত্রে কোনো বাঁধা নেই। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে প্রথম এই শিরোপার স্বাদ মোহামেডান পায়। স্মরণীয় জয়ের উৎসবও তারা সেরেছে নানা আয়োজন, অনুষ্ঠান করে। কিন্তু লাইসেন্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও কাগজপত্রই তারা জমা দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে। বাফুফে সুত্র মোহামেডানের লাইসেন্স না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব ফোন রিসিভ করলেও বিস্তারিত বলতে রাজি হননি। ‘পরে ফোন দিচ্ছি, আমাদের ক্লাবের অন্য একজন বিষয়টি দেখছে। আমরা মিটিংয়ে আছি।’-বলে ফোন রেখে দেন নকীব।
আবাহনী টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু নিশ্চিত করেছেন চ্যালেঞ্জ লিগে খেলার বিষয়ে তাদের আনুষ্ঠানিকতা শেষ করার কথা। “এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার ব্যাপারে আমাদেরকে জানানো হয়েছিল। প্রক্রিয়া অনুযায়ী আমরা আমাদের ক্লাবের নাম পাঠিয়েছি, জানিয়েছি এই প্রতিযোগিতার খেলার ব্যাপারে আমরা সম্মত। ক্লাব লাইসেন্স থাকায় এই প্রতিযোগিতায় খেলার জন্য প্রয়োজনীয় আনুসাঙ্গিক বিষয় যথাযথভাবে সম্পন্ন করেছি আমরা।”