সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটোয়ারপাড়া খাস শরীফ উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে মাওলানা শাহিনুল আলম ফতবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় অংশ নেয় নাটোয়ারপাড়া ফতবল একাদশ ও মাঝবাড়ি ফতবল একাদশ। চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাটোয়ারপাড়া ফতবল একাদশ এক গোলে মাঝবাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাসান মনসুর (কাজিপুর মহিলা কলেজ) অধ্যাপক আব্দুল লতিফ (আমীর, সিরাজগঞ্জ শহর শাখা), অধ্যাপক শহিদুল ইসলাম (আমীর, কাজিপুর উপজেলা শাখা) এবং ডা. মো. সেলিম রেজা। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।