ফুটবল
সাফ সেক্রেটারির দায়িত্ব ছাড়লেন বাংলাদেশের হেলাল
দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থার ( সাফ) সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদেই ছিলেন বাংলাদেশের দুজন ক্রীড়া ব্যক্তিত্ব। এর আগে সাফের কার্যক্রমে তেমন গতি না থাকলেও সভাপতি পদে কাজী সালাউদ্দিন ও সাধারণ
Printed Edition

দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থার ( সাফ) সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদেই ছিলেন বাংলাদেশের দুজন ক্রীড়া ব্যক্তিত্ব। এর আগে সাফের কার্যক্রমে তেমন গতি না থাকলেও সভাপতি পদে কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল হক হেলাল দায়িত্ব নেয়ার পর গতি পেয়েছিল সংগঠনটির। এ সময় সাফ শুধু পুরুষ ফুটবল নিয়েই ব্যস্ত থাকেনি ক্যালেন্ডার অনুযায়ী নারী ফুটবল ও বয়স ভিত্তিক ফুটবলের আয়োজন রেখেছিল নিয়মিত। সামনে ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও পরিকল্পনা করেছিল সংস্থাটি। আর এইসব কার্যক্রম মূলত সাধারণ সম্পাদক এর মুন্সিআনাতেই সম্ভব হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সাফের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হেলাল।
জানা গেছে চলতি বছরের শুরুতে নতুন করে চুক্তি নবায়ন হয়েছিল সাফের সাথে হেলালের। কিন্তু কিছু দিনের মধ্যে চাকরি ছাড়লেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালকে! দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা থেকে গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই সংগঠক। ১ এপ্রিল থেকে আর সাফের সঙ্গে নেই হেলাল। বাফুফে ও সাফ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পদত্যাগ প্রসঙ্গে হেলাল বলেছেন, ‘এনিয়ে এখন আমি কোনও মন্তব্য করতে চাই না। সময় হলে সব পরিষ্কার হবে।’ উল্লেখ্য ২০১৫ সাল থেকে সাফে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন আনোয়ারুল হক হেলাল। প্রতিবছরই চুক্তি নবায়ন হয়। এবার নতুন চুক্তির কিছুদিনের মধ্যে চাকরি ছাড়তে হলো একসময়ের বাফুফে সাধারণ সম্পাদককে!খোঁজ নিয়েও চাকরি ছাড়ার পেছনে কোনও অফিসিয়াল কারণ জানা যায়নি। ব্যক্তিগত কারণ সামনে এসেছে। হেলালের জায়গায় এবার এএফসি থেকে সরাসরি অন্য কেউ সাধারণ সম্পাদকের পদে বসতে যাচ্ছেন বলে শোনা গেছে। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন এ প্রসঙ্গে বলেছেন, ‘হ্যাঁ, হেলাল সাহেব পদত্যাগ করছেন। কেন পদত্যাগ করেছেন তা উনি ভালো বলতে পারবেন। উনাকে জিজ্ঞেস করলে ভালো হয়।’