মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি কংগ্রেস থেকে এসে ফিরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত না হলেও প্রতিনিধিদলের অন্যতম সদস্য এবং বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেছিলেন। সেখানে বাফুফের সহ-সভাপতি হ্যাপি এএফসির অনুদান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

তার দাবি, বাংলাদেশের জন্য এএফসি আড়াই মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে! বাংলাদেশি মুদ্রায় যা ৩১ কোটি টাকার ওপরে। তবে বাফুফে সূত্রে নিশ্চিত হওয়া যায় যে, এএফসি তার সব সদস্য দেশের জন্য উন্নয়ন খাতে বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। যেটা আগে ছিল বছরে ২ লাখ ডলার। সেটাই হয়েছে আড়াই লাখ ডলার। যেটা তিন কোটি টাকার কিছু বেশি। এএফসির স্টেডিয়াম প্রজেক্টের অধীনে আগামী চার বছরে বাংলাদেশসহ সব সদস্য দেশ পাবে ১ মিলিয়ন ডলার করে। অর্থাৎ হ্যাপির বলা আড়াই মিলিয়ন ডলারের তথ্য পুরোটাই অসত্য। কংগ্রেসে বাফুফের সভাপতির সফরসঙ্গী হয়ে অংশ নিয়েছিলেন সহ-সভাপতি হ্যাপি ও সাধারণ সম্পাদক ইমরান। এছাড়া এএফসির কাউন্সিল মেম্বার হওয়ায় কংগ্রেসে অংশ নেন বাফুফের নির্বাহী সদস্য মাহফুজা আক্তার। সাফের সভাপতি হিসেবে কংগ্রেসে ছিলেন বাফুফের শেষ চার মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিনও। এই সফরকে হ্যাপি ভীষণ ফলপ্রসূ দাবি করে শুরুতেই বলেছিলেন, ‘আমাদের স্টেডিয়াম প্রজেক্টের জন্য ২.৫ মিলিয়ন ডলার স্যাংশন করেছে। এছাড়া দ্বিপাক্ষিক অনেকগুলো দেশ যেমন জাপান, কাতার ও সৌদি আরবের সঙ্গে মিটিং করেছি।