আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজ জার্সীতে হামজার সঙ্গী হিসেবে দেখা যাবে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে। মঙ্গলবার বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছিলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। অপেক্ষা ছিল কেবল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিবন্ধনের। তা নাহলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সিতে খেলতে পারতেন না তিনি।তবে সে শঙ্কা কাটতেও খুব বেশি সময় লাগেনি। ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার (৭ মে) সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৭ বছর বয়সী মিডফিল্ডার সমিত সোমের নাম বাংলাদেশের ৩৯তম খেলোয়াড় হিসেবে এএফসিতে নিবন্ধন হয়েছে। জুনের ৩ অথবা ৪ তারিখ বাংলাদেশে আসতে পারেন এ মিডফিল্ডার।এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
এর আগে গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র সংগ্রহ করেন সমিত। এরপর ২মে রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন তিনি। তারপর ৭২ ঘণ্টার মধ্যেই প্রস্তুত হয়ে যায় তার ই-পাসপোর্ট। প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। এরপর সেই আবেদন বিবেচনায় নিয়েই মঙ্গলবার ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।কানাডা প্রবাসী সমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখ্য, এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন সমিত। এদিকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে একটি ফিফা প্রীতি ম্যাচও হবে। ৫ জুনের সেই ম্যাচে শমিত সোমের কথা ভাবা হলেও তা সম্ভব হচ্ছে না।
১ জুন কানাডা প্রিমিয়ার লিগে ফোর্জের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন শমিত সোম। ঢাকায় ৫ জুনের আগে এসে শুরুতে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য কঠিন।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘৫ জুনের প্রীতি ম্যাচে শমিতের সম্ভাবনা কম। সে ১ জুন ম্যাচ খেলে কানাডা থেকে রওনা হবে। আমরা চাইছি শমিত ১০ জুন হামজার সঙ্গে ঢাকার মাঠে খেলুক।’উল্লেখ্য ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূইয়াঁর মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের যাত্রা শুরু হয়। জামালের পর ফিনল্যান্ডের তারিক কাজী, কানাডার রাহবার খান ও কাজেম শাহ এবং ইংল্যান্ডের হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলেছেন। তাদের তালিকায় যোগ দিচ্ছেন সামিত সোম।