কোমোরোসকে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত ঘানা। ৪৮ দলের অংশগ্রহণেযুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ । এই টুর্নামেন্টে আফ্রিকা মহাদেশ থেকে অংশ নেবে ১০টি দেশ। ইতোমধ্যে ৫টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সর্বশেষ কোমোরোসকে হারিয়ে আফ্রিকার পঞ্চম দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। সোমবার মোহাম্মদ কুদুসের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি। পশ্চিম আফ্রিকার প্রথম দেশ হিসেবে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। এর আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলের। কোমোরোসেরর বিপক্ষে ম্যাচের আগেই ঘানার বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত ছিল। প্রতিদ্বন্দ্বী মাদাগাস্কারের সম্ভাবনা জিয়ে রাখতে জয়ের পাশাপাশি তাদের মেটাতে হতো ৮ গোলের ব্যবধান। তবে কুদুসের গোলে ঘানার জয়ে শেষ হয়ে যায় সব সমীকরণ। ২০২৬ বিশ্বকাপে আফ্রিকা থেকে বাছাই উত্তীর্ণ হয়ে সরাসরি জায়গা করে নেবে নয়টি দল। ইন্টারকন ফেডারেশন প্লে-অফের মাধ্যমে আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।