এএফসি অনূধ্বর্-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে আজ ব্রুনাইয়ের বিপক্ষে মাঠে নামবে আজ বাংলাদেশ। বাছাইপর্বের ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচ শেষে সমীকরণ বেশ জমে উঠেছে। বাংলাদেশ, চীন ও শ্রীলঙ্কা, এই তিন দল একই সঙ্গে তিন পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে লাল-সবুজের কিশোররা। পথ এখনো দীর্ঘ, তাই ম্যাচ বাই ম্যাচ এগোতেই মনোযোগ বাংলাদেশের।আ;জ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে আছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখাই তাদের লক্ষ্য।গতকাল স্থানীয় সময় দুপুরে এক ঘণ্টা অনুশীলন করেছে দল। আগের ম্যাচে যারা মাঠে নেমেছিলেন, তাদের ছিল রিকভারি সেশন। সেখান থেকে ডিফেন্ডার ইকরামুল ইসলাম জানিয়েছেন দলের প্রস্তুতির কথা। তিনি বলেন, ‘তিমুর লেস্তের বিপক্ষে আমরা প্রত্যাশামতোই জিতেছি। এরপর গ্রুপের অন্য ম্যাচগুলো দেখে নিজেদের পরিকল্পনা সাজিয়েছি। এখন আমরা ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিয়েছি। সামনে যেসব ম্যাচ আছে, সেগুলো ভালোভাবে খেলে টুর্নামেন্টটা শেষ করা আমাদের লক্ষ্য।’ বাংলাদেশ যেখানে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে, সেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪-০ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছে ব্রুনাই। তাই প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করতে ব্রুনাই-শ্রীলঙ্কা ম্যাচটিও মনোযোগ দিয়ে দেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।দলের সঙ্গে আছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য ও টিম ম্যানেজার সামিদ কাশেম। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি আগামী ম্যাচ নিয়েও আশাবাদী, ‘প্রথম ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে, এতে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। গ্রুপে আমরা শীর্ষে আছি, পরিবেশ-পরিস্থিতিও আমাদের অনুকূলে। ব্রুনাইয়ের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারব বলে বিশ্বাস করি।’ আজ প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্রুনাই নামবে মাঠে। আর নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ।