ইসরাইলী ফুটবল দলকে নিষিদ্ধ করতে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইউইএফএ) কে চিঠি পাঠিয়েছে ‘অ্যাথলিটস ফর পিস’ নামের একটি সংগঠন। সংগঠনটির সঙ্গে ৭০ জনেরও বেশি ক্রীড়াবিদ ও মানবাধিকার সংগঠন যুক্ত রয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা, বর্ণবৈষম্য ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে চিঠিতে। গত মঙ্গলবার উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনের কাছে পাঠানো চিঠিতে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, যেকোনও আন্তর্জাতিক মঞ্চে এমন একটি রাষ্ট্রের স্থান নেই, যারা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। ইসরাইলকে খেলাধুলা ও সংস্কৃতির মঞ্চে স্বাগত জানানো মানে অপরাধকে বৈধতা দেয়া। চিঠিতে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে বর্ণবৈষম্য নীতি অনুসরণকারী দক্ষিণ আফ্রিকা, যুদ্ধপরবর্তী জার্মানি, যুগোস্লাভিয়া এবং সাম্প্রতিক সময়ে রাশিয়াকে ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই ইসরাইলকে স্থগিত করাও কোনও ব্যতিক্রম হবে না বরং নৈতিক ও আইনি দৃষ্টিতে অপরিহার্য। আল জাজিরা
ফুটবল
ইসরাইলী ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
ইসরাইলী ফুটবল দলকে নিষিদ্ধ করতে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইউইএফএ) কে চিঠি পাঠিয়েছে