চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবারের রাতটা ছিল নাটকীয়তার। শেষ মুহূর্তে মোড় বদল আর দাপুটে পারফরম্যান্সে শীর্ষ দলগুলো পরের পর্বে যাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে। আর চাপে থাকা দলগুলো উপহার দিয়েছে প্রত্যাবর্তন। সান সিরোতে লিভারপুলের শেষ মুহূর্তের জয় থেকে শুরু করে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার দারুণ প্রত্যাবর্তন। পুরো রাতটা ছিল লড়াইয়ে ভরপুর।
ইন্টার ০-১ লিভারপুল : মোহাম্মদ সালাহকে ছাড়াই মিলানে ধৈর্য্য দেখিয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে জয় তুলে নিয়েছে লিভারপুল। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছেন ডমিনিক সোবসলাই। তাতে ইন্টারের দীর্ঘ সময় ইউরোপিয়ান টুর্নামেন্টে ঘরের মাঠে অপরাজিত থাকার ধারার ইতি ঘটেছে।
বার্সেলোনা ২-১ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট: ক্যাম্প ন্যু’তে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতেছে বার্সেলোনা। যার নায়ক জুলস কুন্দে। ২১ মিনিটে শুরুতে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দিয়েছিলেন আনসগার কনাউফ। তার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০ ও ৫৩ মিনিটে দু’টি হেডে পরপর গোল করেন কুন্দে। এই জয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচে ১০ পয়েন্ট তুলে নিয়েছে। বাকি আছে আরও দু’টি ম্যাচ। এখনো তারা শীর্ষ আটে থাকার লড়াইয়ে টিকে আছে। সেখানে পৌঁছাতে পারলে সরাসরি শেষ ষোলোতে উঠে যাবে তারা। এড়াতে পারবে প্লে-অফ পর্বও।
বায়ার্ন মিউনিখ ৩-১ স্পোর্তিং সিপি : শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছে বায়ার্ন। ৫৪ মিনিটে জোশুয়া কিমিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পোর্তিং। ৬৫ মিনিটে সার্জ জনাব্রি কাছ থেকে শট নিয়ে সমতা ফেরান। ৬৯ মিনিটে ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল স্কোরশিটে নাম তুললে স্কোর হয় ২-১। ৭৭ মিনিটে জনাথন টাহ নিশ্চিত করেন বায়ার্নের দাপুটে জয়।