ফুটবলে শুধু নয়, মাঠের বাইরেও যেন আলোচনার কেন্দ্রে বার্সেলোনার বিস্ময়-বালক লামিন ইয়ামাল। ১৭ বছর বয়সেই স্পেন এবং বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়া ইয়ামাল এবার শিরোনামে এসেছেন একটি হীরার চেইন পরে, যার দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকের! জুলাই ৮, ২০২৫ তারিখে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায়, ইয়ামালের গলায় ঝলমলে একটি হীরার চেইন। আমেরিকান স্পোর্টস মিডিয়া কমপ্লেক্স স্পোর্টস এই ভিডিওটি শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। জানা গেছে, চেইনটির মূল্য প্রায় ৪০০,০০০ ডলার, অর্থাৎ ৫ কোটি টাকা। এবং এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তরুণ ফুটবলারের জন্য। এই গহনার নকশা ও চাকচিক্য নজর কেড়েছে ভক্তদের, অনেকে এটিকে “নেক্সট লেভেল” বলেও আখ্যা দিয়েছেন। চেইনটির পেছনে রয়েছে আরও একটি চমক। এটি উপহার দিয়েছেন ডোমিনিকান র্যাপার এমানুয়েল হেরেরা বাতিস্তা। চেইনে রয়েছে ইয়ামালের নামের আদ্যাক্ষরের আদলে বানানো পেন্ডেন্ট, যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা নির্মাতা প্রতিষ্ঠান তাজিয়া ডায়মন্ডস। ১৩ জুলাই ১৮তম জন্মদিন ইয়ামালের। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ দিন ইবিজায় একটি জমকালো পার্টি আয়োজন করতে যাচ্ছেন তিনি, যেখানে উপস্থিত থাকবেন বহু তারকা। তবে মজার বিষয় হলো, অতিথিদের মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ থাকবে, যেন ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রাখা যায়। ইন্টারনেট