অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। ২২ বছর পর ফুটবলে ভারতকে হারাল বাংলাদেশ। গতকাল জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে মোরসালিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে গোল পরিশোধ করতে পারেনি ভারত। বাংলাদেশও বিরতির পর খেলতে নেমে গোলের সংখ্যা বাড়াতে পারেনি। শেষদিকে নিশ্চিত পরাজয় জেনে সমতা ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। একের পর এক আক্রমনের চেস্টা করে। তবে বাংলাদেশের রক্ষণ ভাগের দৃঢ়তায় গোলের মুখ দেখতে পারেনি সফরকারীরা। ফলে ১-০ গোলেই জয়ী হয়েই উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশ দল। হামজা-সমিতদের সামনে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে। ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। খেলার ১১ মিনিটে শেখ মোরছালিন গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। পাল্টা আক্রমণেই গোলটি করেছেন মোরছালিন। গোলের সংখ্যাটা বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়। অবশ্য প্রথমার্ধে ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন।গতকাল ম্যাচের শুরু থেকে বাংলাদেশের পোস্ট লক্ষ্যে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল ভারত। কিন্তু ১২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে তিনজনকে কাটিয়ে ভারতের বক্সে ঢুকে যান রাকিব। বাম দিক থেকে রাকিব যে ক্রসটি নেন তাতে দুর্দান্তভাবে কানেক্ট করেন মোরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। বাংলাদেশ প্রথম গোল দেওয়ার পর কয়েক মিনিট উজ্জ্বীবিত ফুটবল খেলে। পরবর্তীতে নিজেদের ভুল পাসে ভারতের পায়ে বল তুলে দিয়ে অযথাই চাপে পড়ে। ভারত কয়েকটি কর্নারও পায়। এতে অবশ্য বড় কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। মাঝে তপু বর্মণের করা একটি ফাউলকে কেন্দ্র ধরে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। ৩৯ মিনিটে ভারতের এক খেলোয়াড়ের হেড হেডেই ফেরান রাকিব। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। তবে বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় গোলের মুখ দেখতে পারেনি সফরকারীরা। এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি যদিও কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। কারণ, আগেই এই দুই দল বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে। তবে এই ম্যাচটি বাংলাদশ এবং ভারত ম্যাচটি ছিল মর্যাদার লড়াই। আর এই ম্যাচেই ভারতকে হারিয়ে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ।
ফুটবল
ভারতকে হারিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। ২২ বছর পর ফুটবলে ভারতকে হারাল বাংলাদেশ। গতকাল জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।
Printed Edition