এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামাল ভূঁইয়াদের বহনকারী বিমানটি।
তবে বাংলাদেশ দলের সাথে ঢাকায় ফিরে আসেননি হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলামর। দেশে ফিরে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, হংকং চায়না থেকেই হামজা ইংল্যান্ডে, ফিরে শমিত সোম কানাডায় এবং ফাহমিদুল ইসলাম ফিরে গেছেন ইতালিতে।
মূলত বাড়তি ভ্রমণক্লান্তি এড়াতে এবং দ্রুত ক্লাবে যোগ দিতে হামজা হংকং থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরছেন। এর আগে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ঢাকায় ফিরে ইংল্যান্ডে গেলেও এবার দূরত্ব বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
এদিকে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ শেষে জামাল-তারিকদের বিশ্রামের সুযোগ মেলেনি বললেই চলে। মঙ্গলবার হংকং স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ খেলার পর হোটেলে ফিরতে তাদের মধ্যরাত পেরিয়ে যায়। এরপর ঢাকার উদ্দেশে রওনা হতে ভোর ৪টার দিকেই ধরতে হয় বিমানবন্দরের পথ।
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ দল। একই দিন ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সিঙ্গাপুর। ফলে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়। আগামী ১৮ নভেম্বর ঢাকায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারে হ্যাভিয়ের কাবরেরার দল। সর্বশেষ হংকং চায়নার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারার পরই কার্যত দলটি খাদের কিনারায় চলে গিয়েছিল।
এদিকে দেশের ফেরার পর গোল করতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে, ‘প্রথপমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’
হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামালের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই অর্ধে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। জামাল বলেন, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ- দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’
আগামী নভেম্বরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভারত ম্যাচ প্রসঙ্গে জামাল বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দ্বৈতরথ, এখানে গোলহজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’