আগামী ২৫ মার্র্চ এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দল শিলংয়ে পৌঁছেছে। বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় জাতীয় ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ। এখন সেখান থেকে টিম হোটেলে পৌঁচ্ছে জামাল-হামজারা। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন। এর আগে তিনি ১৭ মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। গতকাল আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন। ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনের আগেও বাংলাদেশের কোচ দল চূড়ান্ত করতে পারেননি। ফলে ২৪ জন ফুটবলারই ভারত গেছেন। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন। শেষ মুহূর্তে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী। উল্লেখ্য গত ৫ মার্চ ২৯ ফুটবলার নিয়ে সৌদি আরবের তায়েফে শুরু হয়েছিল কন্ডিশনিং ক্যাম্প। ১২ দিনের ক্যাম্প শেষে দেশে ফিরে আসার আগে সেখান থেকে বাদ পড়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। এরপর গতকাল ঢাকায় হওয়া অনুশীলনের পর স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনেন হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশ দল: গোলরক্ষক-মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন। মিডফিল্ডার : মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মো. ইব্রাহিম ও আল আমিন।