শ্রীলংকার বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতেছে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজ জয় এসেছে কয়েকজন পারফরমারের অসাধারণ নৈপুণ্যের ফলে। লিটন দাস, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। ৩ ইনিংসে তার সংগ্রহ ১২০ রান। সমানসংখ্যক ম্যাচে ১১৪ রান করে দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। এই দুজন ব্যাটসম্যানই সিরিজে ১০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। অন্যদিকে বল হাতে ছিল টাইগারদের দাপট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি দুই বোলারই বাংলাদেশের। এক ম্যাচ খেলেই ৪ উইকেট তুলে নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। তিন ম্যাচ খেলে সমান উইকেট পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ৩ উইকেট নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে। সিরিজে বাংলাদেশের এই জয় তাদের বোলিং ইউনিটের নিয়ন্ত্রিত এবং কার্যকর পারফরম্যান্সকেই সামনে নিয়ে এসেছে। ব্যাট হাতে লিটন দাসের ফর্ম এবং বল হাতে স্পিনারদের সাফল্য টাইগারদের ঘুরে দাঁড়াতে দারুণভাবে সহায়তা করেছে। টি-টোয়েন্টি সিরিজে যদিও ব্যাটে কিছুটা এগিয়ে ছিল লঙ্কানরা, কিন্তু বল হাতে বাংলাদেশিরাই ছিল সেরা। সিরিজ জয়ের ক্ষেত্রে বোলারদের অবদানই ছিল নির্ধারক।

টি-টোয়েন্টি সিরিজের সেরা ৫ উইকেট শিকারি

বোলার উইকেট সেরা ইকোনমি

মেহেদী হাসান ৪ ৪/১১ ২.৭৫

রিশাদ হোসেন ৪ ৩/১৮ ৫.৪৭

বিনুরা ফার্নান্দো ৩ ৩/৩১ ৭.১১

সাইফউদ্দিন ৩ ২/২১ ৭.১৬

নুয়ান তুষারা ৩ ১/২৫ ৭.৯০

টি-টোয়েন্টি সিরিজের সেরা রান সংগ্রাহক ৫ জন

ব্যাটসম্যান রান সর্বোচ্চ স্ট্রাইক রেট

পাথুম নিসাঙ্কা ১২০ ৪৬ ১৪২.৮৫

লিটন দাস ১১৪ ৭৬ ১৩১.০৩

তানজিদ হাসান ৯৪ ৭৩* ১৩০.৫৫

কুশল মেন্ডিস ৮৭ ৭৩ ১৪৫.০

তাওহীদ হৃদয় ৬৮ ৩১ ১০৭.৯৩