ক্লাব বিশ্বকাপে নিজের প্রিয় দল রিভার প্লেটের খেলা দেখতে এক ফুটবলপ্রেমী যা করেছেন, তা বিস্মিত হওয়ার মতোই। আর্জেন্টাইন এই ফুটবলভক্ত ক্লাব বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য নিজের গাড়িতে নিজেই আগুন দিয়েছেন। এরপর সেই পোড়া গাড়ি দেখিয়ে বিমা কোম্পানির কাছ থেকে সংগ্রহ করেছেন বিমার টাকা। আর সেই টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন মহাদেশীয় প্রতিযোগিতা ক্লাব বিশ্বকাপের খেলা দেখতে। স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘চিরিনগুইতো’য় নিজের এই কান্ডের বিস্তারিত বিবরণও দিয়েছেন এই রিভার প্লেটের অন্ধ সমর্থক। আর্জেন্টিনার জার্সি পরা সেই সমর্থক বলেন, ‘আমাকে গাড়িটা জ্বালিয়ে দিতে হয়েছে (বিমার টাকা পাওয়ার জন্য)। সেটা দিয়েই আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। কারণ, এখানে আমি আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি। অদ্ভুত এই কান্ড পরিবারের মানুষদের স্বাভাবিকভাবে মেনে নেয়ার কথা নয়। মেনে নেয়নি এই ফুটবলভক্তের পরিবারও। স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়া হওয়ার কথাও জানিয়েছেন তিনি। কিন্তু আমি তাকে বলেছি পরে আমি বা আমরা এসব আবার অর্জন করতে পারব। কিন্তু এই মুহূর্তটা আমরা আর কখনো ফিরে পাব না। তাঁর প্রিয় দল রিভার প্লেট ভালো ফুটবলই খেলছে। গ্রুপ ‘ই’তে ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিভার প্লেট। গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলাফল দিয়েই নির্ধারিত হবে ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের ভবিষ্যৎ। ইন্টারনেট