‘বড় আসরের বড় দল’, জার্মানির সেই তকমা এখন হাস্যরসের উপকরণ হওয়ার পথে। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্বই উতরাতে পারেনি জার্মানরা, গত দুটি ইউরোতে আটকে গেছে সেমি-ফাইনালের আগেই। তবে অতীতের সুসময়কে আবার ফিরিয়ে আনতে চান ইউলিয়ান নাগেলসমান। মাত্রই বিশ্বকাপ বাছাই শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে জার্মানির কোচ বলছেন, লক্ষ্য তাদের আরেকটি বিশ্বকাপ শিরোপা। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই শুরু করে জার্মানি। পরের ম্যাচে রোববার তাদের প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড। আপাতত তাদের সামনে চ্যালেঞ্জ বাছাই পার হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়া। তবে নাগেলসমান এখনই চোখ রাখছেন বিশ্বকাপ শিরোপার মঞ্চে। লক্ষ্য ঠিক করা সবসময়ই ভালো। লক্ষ্য ঠিক না করে এবং সেটির পেছনে না ছুটে বা লড়াই না করে কোনো দল বা ব্যক্তির জন্য জীবনে এগিয়ে যাওয়া কঠিন। আমার মনে হয়, এটি ভালো লক্ষ্য যে আমরা বিশ্বকাপ জিততে চাই। আমি শতভাগ নিশ্চিত যে, আমার দলের কোনো ফুটবলারই এখানে ভিন্ন কিছু বলবে না। ভিন্ন কিছু ভাবলে পথচলার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই। এই গ্রুপের অন্য দল লুক্সেমবার্গ। পরিস্কারভাবেই তাই গ্রুপ ফেভারিট জার্মানি। তবে কোনোকিছুইকেই সহজ না ধরে নিয়ে প্রক্রিয়ার পথ ধরে ছুটতে চান কোচ। সেখানে (বিশ্বকাপে) না যাওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমাদের। লক্ষ্য যেহেতু আমাদের বড়, কোনো সময়ই নিজেদের নিয়ে সংশয়ে পড়া যাবে না। লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া। ইন্টারনেট
ফুটবল
পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন জার্মানির
‘বড় আসরের বড় দল’, জার্মানির সেই তকমা এখন হাস্যরসের উপকরণ হওয়ার পথে। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্বই উতরাতে পারেনি জার্মানরা, গত দুটি ইউরোতে আটকে গেছে সেমি-ফাইনালের আগেই। তবে অতীতের সুসময়কে আবার ফিরিয়ে