বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে গতকাল ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘন্টা খানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দিয়েছে। পাশাপাশি ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমে এক পোস্টে।

মার্চ উইন্ডোতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে সপ্তাহ খানেক দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন। এরপর সৌদি থেকে অন্য সকল ফুটবলার ঢাকা আসলেও ফাহমিদুল ইতালি ফিরে গেছেন। কোচ ফাহমিদুলকে বাদ দেয়ায় কড়া সমালোচনার মধ্যে পড়েন। ফুটবলপ্রেমী সমর্থকরা ফাহমিদুলকে ফেরানোর জন্য আন্দোলন করেছিলেন। এই বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলবও করেছিলেন।বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে একটি সভা করেছিল। সেই সভায় কমিটির সদস্যরা ফাহমিদুলকে ঢাকার মাঠে পুনরায় দেখার আহ্বান জানান কোচের কাছে। কোচ সেই দিনের সভায় ফাহমিদুলকে চূড়ান্ত দলে না রাখার অনেক যুক্তি দিলেও শেষ পর্যন্ত কোচ আবার ফাহমিদুলকে পুনরায় বাংলাদেশ দলে ডেকেছেন।১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে।