বৃহত্তর সিলেটের কৃতিসন্তান হামজা চৌধুরী আজ সোমবার সিলেটে আসবেন। সিলেট হয়ে তিনি তার জন্মভূমি হবিগঞ্জে যাবেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাকে সিলেট সীমান্ত পর্যন্ত এসকর্ট দেবে। পাশাপাশি তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের।

সময়ের সীমাবদ্ধতার কারণে হামজা চৌধুরীর জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও, সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, হামজা আজ সোমবার সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করবেন।

হামজার আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শুরুতে তাকে লালগালিচা সংবর্ধনার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে আগামী ২০ মার্চ পার্শ¦বর্তী দেশ ভারত সফরের আগে তাকে মিডিয়ার সামনে আনার পরিকল্পনা রয়েছে বাফুফের। জানা যায়, হবিগঞ্জ থেকে আগামীকাল ১৮ মার্চ মঙ্গলবার রাতে বা আগামী ১৯ মার্চ বুধবার সকালে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে হামজার। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ফটোশুটের পর তিনি ক্যাম্পে যোগ দেবেন। ঢাকায় অনুশীলনে অংশ নেবেন কি না, তা নির্ভর করছে প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তের ওপর।

এদিকে আজ সোমবার হামজা চৌধুরীর সিলেট সফর ঘিরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানা, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা, দক্ষিণ সুরমা থানা, মোগলাবাজার থানা ও শাহপরান থানাসহ মোট ছয়টি থানায় নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিতে এসএমপি’র পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম দৈনিক সংগ্রামকে এমন তথ্য জানান। তিনি আরও জানান, ইতোমধ্যেই আমরা বাফুফে থেকে চিঠি পেয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেটে বিমানবন্দরে অবতরণের পর থেকে হামজা চৌধুরীকে এসকর্ট দেবে পুলিশ। তার নিরাপত্তায় যা কিছু দরকার তা করা হবে।

এদিকে, হামজা চৌধুরীকে বিমানবন্দরে স্বাগত জানাতে ঢাকা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি টিম আসছে সিলেটে। গতকাল রোববার তারা সিলেটে এসেছেন। সিলেটে এসে বাফুফের এ টিম পুলিশসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন।