সাদাকালো শিবিরের শিরোপা জয়ে অন্যদের চেয়ে আনন্দটা একটু বেশি কোচ আলফাজ আহমেদের। কারন এই দলের জার্সী গায়ে তিনি মোহামেডানকে লিগ শিরোপা জিতিয়েছিলেন। ১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৯৯ সালে মোহামেডানের অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০০৫ সালে জাতীয় লিগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহামেডানের জার্সি গায়ে। আবাহনীর জার্সি গায়ে খেলেছেন। পরে ২০১৩ সালে মোহামেডানের জার্সি গায়ে পেশাদার ফুটবল খেলে অবসর গ্রহণ করেন আলফাজ। এরপরই কোচিং পেশায় জড়ান। বিভিন্ন ক্লাবের কোচ হয়ে কাজ করেছেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আক্রমনভাগের এই খেলোয়াড়ের প্রশিক্ষনেই এবার পেশাদার লিগের প্রথম শিরোপা ১৮ বছর পর ঘরে তুলেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০২০ সালে মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সহকারী হিসেবে কাজ শুরু করেন। শন চলে গেলে দায়িত্ব পান শফিকুল ইসলাম মানিক। তার সঙ্গেও সহকারী হিসেবে কাজ করেন আলফাজ। মোহামেডানে কোচ শফিকুল ইসলাম মানিকের সহকারি কোচ হয়ে কাজ শুরু করলেও মাঝ পথে মানিককে সরিয়ে আলফাজকে পুরো দায়িত্ব দেয় ক্লাব কর্তৃপক্ষ।