প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে চ্যাম্পিয়নশিপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। কিন্তু এই ম্যাচে সেরাটা দিতে পারেনি হামজারা। তাই শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে বার্নলি। সোমবার রাতে টার্ফ মুর স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ওঠার আনন্দে দিশাহারা হয়ে মাঠে নেমে পড়েন অনেক স্বাগতিক সমর্থক। বার্নলির খেলোয়াড়েরাও এই উদযাপনে যোগ দেন। এমন সময় শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে মাঠে তৈরি হয় এক অনাকাক্সিক্ষত পরিস্থিতি। টিভি পর্দায় দেখা গেছে, প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় মাঠ ছাড়ছিলেন হামজা। পুলিশ ও নিরাপত্তাকর্মীরা এ সময় তাকে নিয়ে যান। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাঠে নেমে পড়া দর্শকদের আপত্তিকর আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন হামজা। স্টেডিয়ামের টানেলে যাওয়ার পথে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে সামলাতে বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। বার্নলির খেলোয়াড় ও সমর্থকদের দিকে তেড়ে গিয়েছেন হামজা। তবে ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত, তা এখনো জানা যায়নি।
ফুটবল
বার্নলি দর্শকদের আপত্তিকর আচরণে ক্ষিপ্ত হামজা
প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে চ্যাম্পিয়নশিপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। কিন্তু এই ম্যাচে সেরাটা দিতে পারেনি হামজারা। তাই শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার