DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

সুদান নয় জামালদের প্রতিপক্ষ তায়েফের আল ওয়েদাত ক্লাব

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ। সেই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল ৫ মার্চ সৌদির তায়েফ শহরে পৌঁছায়। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য ছিল

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
bd-football

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ। সেই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল ৫ মার্চ সৌদির তায়েফ শহরে পৌঁছায়। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য ছিল বাংলাদেশ দলের। যার একটি ম্যাচ হওয়ার কথা ছিল আফ্রিকার সুদানের বিপক্ষে। কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে সুদান দল না খেলে তায়েফ ছেড়ে যাওয়ায় হাভিয়ের কাবরেরার দলের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত কোনও জাতীয় দল নয়, প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে তায়েফের আল ওয়েদাত ক্লাবের বিপক্ষে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় হবে ম্যাচটি। সৌদি আরবে তায়েফের আল ওয়েদাত ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে লাল সবুজ দলের ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমাদের সুদানের সঙ্গে খেলার কথা ছিল। তা হয়নি। এখন তায়েফের তিনটি দল ছিল তালিকায়। এরমধ্যে আল ওয়েদাত ক্লাব খেলার মধ্যে আছে। আশা করি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ হবে।'

এদিকে ১৭ মার্চ বাংলাদেশ দল তায়েফ থেকে ঢাকায় ফিরবে। আর মাত্র পাঁচদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই দু’টি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বলে জানান বাংলাদেশ ম্যানেজার, ‘এখন আমরা স্থানীয় ক্লাবের সঙ্গে দু’টি ম্যাচ খেলব। এ নিয়ে আলোচনা চলছে’। বাংলাদেশ দলে থাকা ২৮ জন ফুটবলার গত পরশু (রোববার) দুই ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলেছে। সেই ম্যাচ নিয়ে বাংলাদেশের স্প্যানিশ কোচ এক বার্তায় বলেছেন, ‘এই ম্যাচটি আমাদের অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত এটি আমাদের প্রথম অনুশীলন ম্যাচ। নতুন আসা খেলোয়াড়দের আমরা দেখার সুযোগ পেয়েছি। অনেক খেলোয়াড়ই ৬০ মিনিট পর্যন্ত খেলেছে, আবার কেউ ৯০ মিনিট।’ ক্যাবরেরা বলেছেন, ‘এই ধরনের অনুশীলনের সুযোগ পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম, সেটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য এটা ভালো সুযোগ। এমনকি যারা ক্যাম্পে নতুন, তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। তো এটা আসলেই ইতিবাচক। ছেলেদের প্রচুর প্রাণশক্তি ছিল, যে কৌশল নিয়ে কাজ করছি, সেটা প্রয়োগের চেষ্টা করেছি আমরা। সব মিলিয়ে আমি তাদের নিয়ে খুশি।’

ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভার মতেও সবকিছু নিখুঁতভাবে চলছে। ‘সব ঠিকঠাক চলছে। সবাই সুস্থ আছেন। আশা করি, সবকিছু ভালোই হবে। দলে সিনিয়র রাকিব ভাই আছেন। নতুন প্লেয়ার আল আমিন আছে। তাই জায়গা পাওয়া কঠিন হবে। তবে নাম্বার নাইন হিসেবে আমি এখানে জায়গা পেতে লড়াই করব। ইনশাল্লাহ খেলার চেষ্টা করব’- বলেছেন নোভা। তরুণ ডিফেন্ডার শাকিল আহাদ তপু বলেছেন, ‘সৌদিতে এই প্রথম ক্যাম্প করছি আমি। এর আগেও আমি জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছি। সৌদিতে এসে আমার ভালো লাগছে। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবে খেলার চেষ্টা করছি। সব মিলিয়ে, ভালো। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছেন, তারা অনেক দিন ধরে খেলছেন। তাদের অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করব, সর্বোচ্চটা দিয়ে খেলার এবং দলে জায়গা করে নেয়ার।’ এদিকে মঙ্গলবার দিবাগত রাতে ইতালি থেকে ফাহমিদুল ইসলাম তায়েফে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। বিকেলের সেশনে তিনি অনুশীলন করছেন দলের সঙ্গে। ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে এখন শুধু হামজা চৌধুরী যোগ দেননি। ১৬ মার্চ শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে তিনি লন্ডন থেকে রওনা হয়ে পরদিন সকালে সিলেট পৌঁছাবেন। পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন টিম হোটেলে যোগ দেয়ার কথা রয়েছে তার।