অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেরা দারুণ শুরু করলেও হতাশ করেছে বাংলাদেশের মেয়েরা। চীনের ডাজহু শহরে চলমান টুর্নামেন্টে জাপানের কাছে আজ ১১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। প্রথম কোয়ার্টারে এক গোলে হজম করেছিল। পরের পনেরো মিনিটে জাপান আরো দুই গোল দেয়। মধ্য বিরতিতে বাংলাদেশ ৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। বিরতির পরও বাংলাদেশ খেলায় লড়াই করেছে। তৃতীয় কোয়ার্টারে জাপান মাত্র এক গোল করে। শেষ কোয়ার্টারে বাংলাদেশ নারী হকি দল একেবারে এলেমেলো হয়ে পড়ে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ফলে ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশ হজম করে ৪ গোল। শেষ কোয়ার্টারে ক্লান্তি যেন একেবারে জেঁকে বসে। ১৫ মিনিটের মধ্যে তাই হজম করতে হয় ৭ গোল। আজ বালক দল শ্রীলঙ্কা ও বালিকা দল উজবেকিস্তানের মুখোমুখি হবে। চীনের সময় অনুযায়ী, দুটি ম্যাচই হবে বিকেলে। ছেলেরা প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারায়।
ফুটবল
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ
বাংলাদেশের জালে জাপানের ১১ গোল
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেরা দারুণ শুরু করলেও হতাশ করেছে বাংলাদেশের মেয়েরা। চীনের ডাজহু শহরে চলমান টুর্নামেন্টে জাপানের কাছে আজ ১১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বাংলাদেশের শুরুটা