বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে বুধবার দীর্ঘ ১৬৫৯ দিন পর ‘হোমে’ ফিরছে ফুটবল। দেশের ফুটবলের প্রধান ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ২০২১ সালের জুলাইয়ে শুরু হলেও ওই বছরের আগস্ট পর্যন্ত ঘরোয়া ফুটবল চলে মাঠটিতে। এখানে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২০ সালের ১৭ নভেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাফুফে। এরপর আর আন্তর্জাতিক ম্যাচ হয়নি জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের জানুয়ারি থেকে কাজ করছেন। তিন বছরেরও বেশি সময় বাংলাদেশে কোচিং করালেও গতকালই তার হোম অব ফুটবলে অভিষেক হয়েছে। শুধু হ্যাভিয়ের নয়, শেখ মোরসালিন মিতুল মারমাসহ আরও কয়েকজন ফুটবলার ও প্রথম ম্যাচ খেলে জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়াম সংস্কারাধীন থাকায় গত কয়েক বছর বসুন্ধরা কিংসের কিংস অ্যারেনা বাংলাদেশের অলিখিত হোম ভেন্যু ছিল। ফুটবলার ও কোচ উভয়ের চাওয়া থাকত কিংস অ্যারেনাতেই খেলতে। জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের জন্য ঐতিহাসিক ভেন্যু হলেও অনেক ফুটবলারের কাছে এই মাঠ নতুন পরিবেশ। এ নিয়ে গতকাল কোচ হ্যাভিয়ের সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার জন্য এটা প্রথম ম্যাচ হচ্ছে এই ভেন্যুতে। আমরা ইতোমধ্যে (১ জুন থেকে) কয়েকদিন অনুশীলন করেছি। মাঠ নতুন হলেও এই স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশের সবাই পরিচিত।’ দফায় দফায় বাজেট বেড়ে ১৫৮ কোটি টাকাতে এই সংস্কার কাজ শেষ হয়েছে। ফ্লাডলাইট, অ্যাথলেটিক্স ট্র্যাক, গ্যালারি, প্রেসবক্স সব কিছুতেই এসেছে নতুনত্ব। আজ সন্ধ্যা ৭টায় নতুন আঙ্গিকের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভুটান ম্যাচ। ফুটবলার ও সাংবাদিকদের পাশাপাশি দর্শকরাও মুখিয়ে আছেন নতুন স্টেডিয়ামের স্বাদ গ্রহণ করতে। বাংলাদেশের প্রথম স্টেডিয়াম হিসেবে গ্যালারির শেডে লাইট বসেছে।
ফুটবল
১৬৫৯ দিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরলো আন্তর্জাতিক ফুটবল
বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে বুধবার দীর্ঘ ১৬৫৯ দিন পর ‘হোমে’ ফিরছে ফুটবল।