নেপালকে হারিয়ে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ফিরল বাংলাদেশ সোমবার ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটসাল খেলছে বাংলাদেশ। দশ মিনিটে দুবার গোলের সুযোগও পায় তাঁরা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটে অনিতার কাছ থেকে বল পেয়ে সাবিনাকে পাস দেন কৃষ্ণা। সেই পাস ধরে নিখুঁত শটে লক্ষভেদ করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। এই নিয়ে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়াল চারে। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

দ্বিতীয়ার্ধে খানিকটা সতর্ক হয়ে খেলে বাংলাদেশ। নেপালও সুযোগ খুঁজতে থাকে। তবে বাংলাদেশের গোলকিপার স্বপ্না আক্তারকে ফাঁকি দিতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধে তিনটি দারুণ সেভ ছিল তাঁর। এর মধ্যে লিপির সৌজন্যে তৃতীয় গোলটি পেয়ে যায় বাংলাদেশ। অন্যদিকে, গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচে অতন্দ্র প্রহরীর মতো পোস্ট সামলে বাংলাদেশের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন। দাপুটে এই জয়ে তিন ম্যাচ থেকে ইরানি কোচ সাঈদ খোদারাহমির শিষ্যরা ৭ পয়েন্ট অর্জন করে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়েন সাবিনারা। লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল না থাকায় সাত দলের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটাই জিতবে শিরোপা।‎