আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন। তবে দলে দেখা যায়নি দলের নিয়মিত গোলরক্ষক ও চারটি আন্তর্জাতিক শিরোপাজয়ের নায়ক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে।
মার্তিনেজের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়। চলতি মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে মাত্র দুটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছেন তিনি। লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচে মোহাম্মদ সালাহর পায়ে বল তুলে দিয়ে গোল খাওয়ার পর সমালোচনাও হয়।
তবুও তাকে বাদ দেওয়ার কারণ ফর্ম নয়, বরং বিশ্রাম—জানিয়েছেন কোচ স্কালোনি। তিনি বলেন, “দিবু এবং আর্জেন্টাইন লিগে খেলা ফুটবলারদের আগেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপের আগে আমরা তরুণদের সুযোগ দিতে চাই।”
এবারের দলে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও হোয়াকিন পানিচেইয়ি। এছাড়া আগেও দলে থাকা মাক্সিমো পেরোনে ও ভালেন্তিন বারকো আবারও ফিরেছেন স্কোয়াডে।
স্কালোনির লক্ষ্য, নতুন প্রজন্মের ফুটবলারদের অভিজ্ঞতা বাড়ানো এবং ভবিষ্যতের দল গড়ে তোলা। তার ভাষায়, “আমরা তরুণদের আন্তর্জাতিক ম্যাচের চাপের মধ্যে খেলতে দিতে চাই। এতে তাদের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা দুই-ই বাড়বে।”
আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-অ্যাঙ্গোলা ম্যাচটি, যা নভেম্বরে ফিফা উইন্ডোতে আলবিসেলেস্তেদের একমাত্র খেলা। গত অক্টোবরের যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনা জিতেছিল ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে। এবারও স্কালোনি একই পরীক্ষামূলক কৌশলেই দল সাজিয়েছেন।
গোলরক্ষক: জেরোনিমো রুইয়ি (মার্সেই), ওয়ালতার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস অতামেন্দি (বেনফিকা), মারকোস সেনেসি (বর্নমাউথ), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), ভালেন্তিন বারকো (রাসিং স্ট্রাসবুর্গ)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফের্নান্দেজ (চেলসি), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাক্সিমো পেরোনে (কোমো), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), হোয়াকিন পানিচেইয়ি (রাসিং স্ট্রাসবুর্গ)