সংস্কার শেষে দীর্ঘ পাঁচ বছর পর দেশের প্রধান স্টেডিয়ামে বল গড়াতে যাচ্ছে। আজ বুধবার প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ঢাকায় অভিষেক হচ্ছে হামজা চৌধুরীরও। আগামী মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে প্রস্তুতি হিসেবে আজ ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর।
লেস্টার সিটির এই তারকা ফুটবলার সোমবার সকালে ইংল্যান্ড থেকে দেশে এসেছেন এবং বিকেলেই জাতীয় দলের অনুশীলনে অংশ নেন। যদিও শুরুর দিকে ধারণা করা হচ্ছিল, ভুটানের বিপক্ষে ম্যাচে হয়তো তাকে বিশ্রামে রাখা হবে।
তবে ম্যাচের আগের দিনই সুখবর দেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তিনি নিশ্চিত করেন, ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন হামজা।
এর আগে গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে জাতীয় দলে অভিষেক হয় হামজার। তবে সে ম্যাচটি দেশের বাইরে হওয়ায় বাংলাদেশি দর্শকদের সামনে খেলা হয়নি তার। এবার ঘরের মাঠে, ঢাকার জাতীয় স্টেডিয়ামে, প্রথমবারের মতো সরাসরি হামজার খেলা দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা।
ভুটানের বিপক্ষে ম্যাচে দেশীয় খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজানো হলেও হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবল অনুরাগীদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের বিষয়। একইসঙ্গে এই ম্যাচে সমিত সোম ও আরেক প্রবাসী ফাহামিদুল ইসলামকে নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে টিম ম্যানেজমেন্ট। সবমিলিয়ে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দেশের মাটিতে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে হামজা চৌধুরীর অভিষেক দিয়ে।