ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ জেতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বায়ার্ন মিউনিখে গত ৩১শে মে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধভাঙা উল্লাসে মেতে ওঠে ফরাসি জায়ান্ট ক্লাবটির সমর্থকরা। অতিরিক্ত উদযাপন করতে গিয়ে তা সীমা ছাড়িয়ে রূপ নেয় অসদাচরণে। সে কারণেই এবার জরিমানা গুনতে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। ফাইনালে জেতার পর সমর্থকদের মাঠে ঢুকে পড়া থেকে শুরু করে আতশবাজি পোড়ানো, জিনিসপত্র ছুঁড়ে মারা, সম্পত্তির ক্ষতি করা ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনসহ মোট ছয়টি অভিযোগ আনা হয় পিএসজির বিরুদ্ধে। ম্যাচটিতে টার্ফের কিছু অংশ তুলে নেয় তাদের সমর্থকরা। এমনকি গ্যালারিতে ‘উয়েফা মাফিয়া’ ব্যানারও প্রদর্শন করা হয়। শেষ বাঁশি বাজার পর উল্লাসে আত্মহারা হয়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হাজার হাজার সমর্থক মাঠে ঢুকে পড়ে। গোলপোস্টের পেছন দিয়ে ঢুকে তারা ছড়িয়ে যায় মাঠজুড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার নিজেদের বিবৃতিতে পিএসজিকে দেয়া শাস্তির কথা জানায়। উয়েফা বলছে, তাদের ডিসিপ্লিনারি প্যানেল ‘খেলাধুলার জন্য অনুপযুক্ত বার্তা প্রেরণ’ এবং ‘উয়েফার সম্মানহানি করা’ সহ মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে ফরাসি ক্লাবটির বিরুদ্ধে। এ কারণে প্যারিসিয়ানদের জরিমানা করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ইউরো।
ফুটবল
সমর্থকদের অসদাচরণের পিএসজির জরিমানা
ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ জেতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বায়ার্ন মিউনিখে গত ৩১শে মে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধভাঙা উল্লাসে মেতে ওঠে ফরাসি জায়ান্ট ক্লাবটির সমর্থকরা।