ইউরোপীয় ঘরোয়া ফুটবল মৌসুম শেষ। ‘ব্যালন ডি’অর জিতবেন কে?’ প্রশ্নটা জোরালো হয় বছরের এই সময়েই। চলতি বছর বচেয়ে বেশি করে আলোচনায় আসছে দুটো নাম, একজন পিএসজির হয়ে ট্রেবল জেতা উসমান দেম্বেলে আর দ্বিতীয়টি হচ্ছে বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জেতা লামিন ইয়ামালের নাম। স্পেন ও ফ্রান্স যখন নেশনস লিগের কোয়টার ফাাইনালে মুখোমুখি হচ্ছে, তখনও এই আলোচনা পিছু ছাড়েনি। স্টুটগার্টে বৃহস্পতিবারের সেমিফাইনাল ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল, সে সময় প্রতিপক্ষ দলে থাকবেন দেম্বেলেই। এই দুই তারকাই ক্লাব ও দেশের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন। তাই ব্যালন ডি’অরের লড়াইয়ে তারাও বড় দাবিদার। তবে ইয়ামাল মনে করেন, একটি ম্যাচ দিয়ে এমন বড় পুরস্কার নির্ধারণ করা ঠিক নয়। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম কাদেনা কোপেকে ইয়ামাল বলেন, ‘আপনি যদি ব্যালন ডি’অর দিতে চান, তাহলে দেবেন বছরের সেরা খেলোয়াড়কে, নাকি যিনি বৃহস্পতিবার জিতবেন তাকে?’ তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী আমরা জিতব বৃহস্পতিবার। কিন্তু আমরা জিতি বা হারি, আমি সেই খেলোয়াড়কেই ভোট দেব, যিনি পুরো বছর সেরা ছিলেন। কারণ যদি বৃহস্পতিবার আমার বা দেম্বেলের কিছু হয়ে যায়, তখন কাকে ভোট দেবেন? যিনি রোববারের ফাইনালে খেলবেন তাকে?’ পুরো মৌসুমজুড়ে দারুণ খেলেছেন। বৃহস্পতিবারের সেমিফাইনালে না জিতলেও পুরস্কারটা তারই পাওনা। নিজের কথা নিজেই স্পষ্ট করে দিয়ে ইয়ামাল বললেন, ‘আমি বছরের সেরা খেলোয়াড়কেই ব্যালন ডি’অর দিতাম, আর সেটা নিজেকেই দিতাম।’ ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল ও দেম্বেলে দুজনই শক্ত প্রতিদ্বন্দ্বী। ১৭ বছর বয়সী ইয়ামাল বার্সার হয়ে জিতেছেন লা লিগা, স্প্যানিশ কাপ ও সুপার কাপ। দেম্বেলে জিতেছেন লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগ- একেবারে ট্রেবল জয়। এই মৌসুমে দেম্বেলে করেছেন ৩৫ গোল, আর ইয়ামাল করেছেন ১৯টি। ২০২৫ সালের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় থাকবে ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স। আগস্টের শুরুতে ঘোষণা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা। ইন্টারনেট
ফুটবল
দেম্বেলে নয় ব্যালন ডি’অর আমারই প্রাপ্য--------ইয়ামাল
ইউরোপীয় ঘরোয়া ফুটবল মৌসুম শেষ। ‘ব্যালন ডি’অর জিতবেন কে?’ প্রশ্নটা জোরালো হয় বছরের এই সময়েই। চলতি বছর বচেয়ে বেশি করে আলোচনায় আসছে দুটো নাম, একজন পিএসজির হয়ে ট্রেবল জেতা উসমান দেম্বেলে আর দ্বিতীয়টি
Printed Edition
