বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন লামিনে ইয়ামাল। ৬ বছর এই চুক্তিতে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন তিনি। যেখানে প্রত্যেক সপ্তাহেই পাচ্ছেন ৫ কোটি টাকার বেশি। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত মঙ্গলবার রাতে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘বার্সেলোনা, লামিনে ইয়ামাল নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সমঝোতায় পৌঁছেছে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। ক্লাবের অফিসে তিনি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক অ্যান্ডারসন লুইস ডি সুজা ডেকোসহ আরও অনেকে ইয়ামালের নতুন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।’ নতুন চুক্তিতে ইয়ামাল কত টাকা পাচ্ছেন, সে ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। প্রত্যেক মৌসুমে তিনি ১ কোটি ২৫ লাখ পাউন্ড পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬ কোটি ৪৫ লাখ টাকা। বোনাসসহ সেটা হবে ২৮০ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের হিসেব করলে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড পাবেন তিনি। যা ৫ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৩ সালে বার্সেলোনার মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। তখন থেকেই জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন তিনি। ক্লাবটি বলেছে, ‘লামিনে ইয়ামালের চুক্তি বাড়ানোর মাধ্যমে বার্সার বর্তমান প্রজেক্ট আরও এক ধাপ সামনে এগিয়ে গেল। ২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সার হয়ে তার অভিষেক হয়েছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর। বার্সেলোনার কাছে মাতারো এলাকা থেকে উঠে আসা একটি ছেলে পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে উঠে এসেছে। সেটা বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছে।’ ইন্টারনেট