দলকে গোল উপহার দিলেও দলকে জয় এনে দিতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। নির্ধারিত সময়ের লড়াই ২-২ সমতায় শেষ হলেও স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে কপাল পুড়েছে তাদের। লেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে হাডার্সফিল্ড। তাতে ইংলিশ লিগ কাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে হামজাদের লেস্টার। ম্যাচের প্রথম গোলটি আসে ৫৪ মিনিটে। দর্শনীয় এক স্ট্রাইকে জাল কাঁপান অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলা হামজা। ক্লাব ক্যারিয়ারে যা ছিল তার দ্বিতীয় গোল। অবশ্য এই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ১১ মিনিট বাদে ডিওন চার্লসের পেনাল্টি বাম দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন লেস্টারের গোলকিপার ইয়াকুব স্তোলারচিক। ফিরতি বল হেড করে জালে পাঠান ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্ট। ৬৮ মিনিটে হ্যারি উইনকসের গোলে মনে হচ্ছিল লেস্টার তরি পার করে ফেলবে। কিন্তু ৭৬ মিনিটে আশিয়ার গোল ম্যাচটা নিয়ে যায় শুটআউটে। হাডার্সফিল্ডের হয়ে স্পট কিক থেকে জাল কাঁপান অ্যালফি মে, লিও কাসেলডাইন ও সোরেনসেন। তাদের গোলকিপার লি নিকোলস লেস্টারের জর্ডান আইয়ু ও কেসি ম্যাকঅ্যাটির শর্ট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। আর বিলাল এল খান্নুস শট নেন পোস্টে।
ফুটবল
হামজা গোল পেলেও লিগ কাপ থেকে লেস্টারের বিদায়
দলকে গোল উপহার দিলেও দলকে জয় এনে দিতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। নির্ধারিত সময়ের লড়াই ২-২ সমতায় শেষ হলেও স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে কপাল পুড়েছে তাদের। লেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে হাডার্সফিল্ড। তাতে ইংলিশ লিগ কাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে হামজাদের লেস্টার।
Printed Edition
