ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের পতন থামছেই না। টানা হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিতে দিতেই এক দশকের মধ্যে সবচেয়ে নিচের অবস্থানে নেমে গেছে তারা। সর্বশেষ নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ ১–০ গোলে হারানোর পর র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়ে গেছে ভারতের ফুটবল দল।

বুধবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত এখন ১৪২তম অবস্থানে। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারতের একটিও জয় না পাওয়া—পাঁচ ম্যাচে টানা ব্যর্থতা—এই পতনের বড় কারণ। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ০–১ গোলে হারের পর তাদের দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে।

১৪২ নম্বরে নামা ভারতের জন্য বড় সতর্কবার্তা। এই অবস্থানের চেয়ে খারাপ র‌্যাঙ্কিং ভারতের হয়েছিল শেষবার ২০১৬ সালের সেপ্টেম্বর উইন্ডোতে, যখন তারা নেমে গিয়েছিল ১৪৮ নম্বরে।

বছরের শুরুতে ভারত ছিল ১২৬তম স্থানে। সেখান থেকে পুরো বছরজুড়ে ধাপে ধাপে পিছিয়ে গিয়ে তারা শেষ করেছে ১৬ ধাপ নিচে। বছর শুরুর উইন্ডোয় বাংলাদেশ তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল; শেষ উইন্ডোয় সরাসরি হার। বলতে গেলে ভারতের এই বড় পতনে বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।