বান্দরবান সংবাদদাতা : গত ১৫ আগস্ট সাতকানিয়া উপজেলার ধর্মপুর চক্রবর্তী হাটে জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২৫ এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিন জেলা শুরা সদস্য ডা. আব্দুল জলিল, সাংগু সাংগঠনিক থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, থানা সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াছ, কালিয়াইশ ইউনিয়ন আমীর সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, সাংগু থানা যুব বিভাগের সভাপতি জাহেদুল ইসলাম। ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রচুর সংখ্যক দর্শক ছাড়াও স্থানীয় জামায়াত নেতা রীপন, ওয়াহেদ, আলমগীর, ফারুখ, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন ॥ মূল আসামি গ্রেফতার

গাইবান্ধা সংবাদদাতা : গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যা মামলার মূল আসামি এক কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টারের আবাসিক কক্ষ থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বছির উদ্দিনের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি এবং অপর একটি পুকুর থেকে নজরুল ইসলামের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (১৮ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর হত্যার দায় স্বীকার করেছে।

ওসি আরও জানান, নজরুল ইসলামের দোকানের নিয়মিত কাস্টমার ছিল সে। তার ১১০০ টাকা দোকানে বাকি ছিল। দেড় মাস আগে অভিযুক্ত কিশোরসহ কয়েকজন নজরুলের দোকানে চুরি করলে স্থানীয়রা তাকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করে। সেই বিরোধের জের ধরেই গত ১৬ আগস্ট রাতে নজরুল বাড়ি ফেরার পথে ওই কিশোর প্রথমে ক্লোরোফর্ম মেশানো রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে, পরে ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।