এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বসুন্ধরা কিংস। দলের সঙ্গে লোনে কুয়েতে আছেন ফর্টিস এফসির ৩ বিদেশি ফুটবলার। ডিফেন্সিভ মিডফিল্ডার ইসা জালোউ, অ্যাটাকিং মিডফিল্ডার পা ওমর এবং ফরোয়ার্ড ওকাফররা থাকলেও খেলতে পারছেন না। কারণ ফিফার নিষেধাজ্ঞা থাকায় কিংস তাদেরকে নিবন্ধন করতে পারেনি।কিংসের সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় ফিফায় অভিযোগ করেছিলেন। সেই তদন্তের প্রেক্ষিতে ২৭ আগস্ট কিংসের দলবদলে খেলোয়াড় নিবন্ধনের ওপর প্রথম নিষেধাজ্ঞা আনে ফিফা। অন্য খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে ২৩,২৪ ও ২৮ অক্টোবর কিংসের ওপর আরও তিনটি নিষেধাজ্ঞা প্রদর্শন হচ্ছে। ফলে দলবদলে নিষেধাজ্ঞা জেনেও তিন বিদেশি কুয়েতে নিয়ে গিয়ে এখন বিপাকে কিংস।তিন বিদেশি অনেকটাই ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন। তবে পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন পেশাদার ক্লাবটির এমন অপেশাদার কর্মকা- নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ভুল নিয়ে যদিও কিংস কর্তৃপক্ষ মুখ খোলেনি।এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসারের কাছে হেরে প্রায় বিদায় নিশ্চিত। আজ শুক্রবার শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।
ফুটবল
ফিফার নিষেধাজ্ঞায় তিন বিদেশী ফুটবলার নিয়ে বিপাকে বসুন্ধরা
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বসুন্ধরা কিংস। দলের সঙ্গে লোনে কুয়েতে আছেন ফর্টিস এফসির ৩ বিদেশি ফুটবলার।