চ্যাম্পিয়নস লীগে বুধবার রাতে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে স্টেডিয়ামে জয় পায় পিএসজিই। এদিনের লীগ পর্বের ম্যাচটি তারা স্বাগতিক বার্সেলোনাকে হারায় ২-১ গোলে। এর মধ্য দিয়ে প্রায় দেড় বছর আগের পুরনো স্মৃতি সামনে আনলো পিএসজি। এর আগে ২০২৪ সালের ১৬ই এপ্রিল বার্সেলোনার অস্থায়ী ডেরায় বার্সাকে বিধ্বস্ত করে ৪-১ গোলে জয় দেখেছিল পিএসজি। সেসময় প্যারিস থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ৩-২ গোলে জিতে এসেও তাই বিদায়ঘণ্টা বেজেছিল বার্সার।

বুধবারের ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল হান্সি ফ্লিকের দল। প্রথম গোলটাও আসে বার্সেলোনার ফেররান তরেসের থেকে। ম্যাচের প্রথমার্ধে দলকে সমতায় নেন পিএসজির সানি মায়ুলু। এরপর ম্যাচে দুই দলই নিজেদের জয়ের জন্য খেলতে থাকে। তবে এদিন দুই দলের ক’জন গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকায় মাঠে তাদের ধুঁকতে হয়েছে বেশ। এপর ম্যাচের একেবারে শেষ সময়ে ৯০তম মিনিটে প্যারিসের দলটিকে জয় এনে দেন বদলি খেলোয়াড় গঞ্জালো রামোস। আর এই জয়ের মধ্য দিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম কোন দল বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনবার জয়ের কীর্তি গড়ে। বর্তমানে দুই ম্যাচের দুটিতেই জেতা পিএসজি গোল ব্যবধানে আছে তিনে। তাদের ওপরে রয়েছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। আর প্রথম হারে ১৬ নম্বরে নেমে গিয়েছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। ইন্টারনেট।