রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক শেষ করে ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ এখন এসি মিলানের। ইতালিতে পাড়ি জমিয়ে মদরিচ জানালেন, মিলানকে বেছে নেয়া তার জন্য একটি ‘সহজ সিদ্ধান্ত’ ছিল। নতুন ক্লাবকে নিয়ে নিজের স্বপ্নের কথাও জানান তিনি। এসি মিলানে নিজের লক্ষ্যের ব্যাপারে কথা বলতে গিয়ে মদরিচ বলেন, ‘অবশ্যই আমি মিলানের সাতটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা সম্পর্কে জানতাম, রিয়াল মাদ্রিদের পর ইউরোপের সবচেয়ে সফল দল... আমরা সবাই মিলানকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে মনে রাখি। আমরা একটি মাঝারি মৌসুম অথবা চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জনেই জন্য সন্তুষ্ট থাকতে পারি না। মিলানকে নিয়ে আমার ভবিষ্যতের ভাবনার কথা বলতে গেলে, আমাদেরও বিনয়ী হতে হবে, দলকে সর্বোচ্চ স্তরে ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করতে হবে।’ আগামী মাসেই ৪০ বছর বয়সে পা দেবেন মদরিচ। তবুও খেলার প্রতি নিবেদন বিন্দুমাত্র কমেনি এ রিয়াল কিংবদন্তির। মদরিচ বলেন, ‘আমি খুব প্রতিযোগিতামূলক, আমি বিষয়টি দলে আনতে চাই। সর্বনিম্ন লক্ষ্য হল চ্যাম্পিয়ন্স লীগে যোগ্যতা অর্জন করা। তবে মিলানকে ট্রফি জেতার জন্য লড়তে হবে। ইন্টারনেট
ফুটবল
সহজ সিদ্ধান্তেই রিয়াল ছেড়ে মিলানে মদরিচ
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক শেষ করে ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ এখন এসি মিলানের। ইতালিতে পাড়ি জমিয়ে মদরিচ জানালেন, মিলানকে বেছে নেয়া তার জন্য একটি ‘সহজ সিদ্ধান্ত’ ছিল।