আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে নাস্তানাবুদ হয়ে হারার পর থেকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের গুঞ্জনটা বাতাসে ভাসছিল। অবশেষে শুক্রবার রাতে সেটাই সত্যি হলো। কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে দরিভালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।দরিভালের বিদায়ের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনে এরই মধ্যে দরিভালের পরিবর্তে কে কোচ হবে, সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছে।
সেই দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও সৌদি আরবের ক্লাব আল হিলালের জর্জ জেসুস।ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার জন্য শীর্ষ দুই প্রার্থীর মধ্যে কার বেতন কত হতে পারে– তার একটি অঙ্ক দাঁড় করিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। দরিভাল ব্রাজিলের কোচ হওয়ার আগে কার্লো আনচেলত্তিকে পাওয়ার দৌড়ে একবার জোরেশোরে নেমেছিল সিবিএফ। বিশেষত ফেডারেশন প্রধান এডনালদো রদ্রিগেজ তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন, যাতে সমর্থন ছিল দেশটির ফুটবল সংশ্লিষ্টদেরও। ইন্টারনেট