সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার এশিয়ান মঞ্চে নিজেদের প্রমাণের পালা। সেই লক্ষ্যেই আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার বাফুফে ভবনে এই স্কোয়াড ঘোষণা করেন কোচ পিটার বাটলার। সাফজয়ী দলের ওপর পূর্ণ আস্থা রেখেই একই দলকে রেখেছেন তিনি। দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সের কারণে আবারও জায়গা করে নিয়েছেন মোসাম্মৎ সাগরিকা, যিনি মাত্র তিন ম্যাচে ৮ গোল করে নজর কাড়েন পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। বাংলাদেশ দল ‘এইচ’ গ্রুপে অবস্থান করছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর। এইচ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে। আগামী ২ আগস্ট দেশ ছেড়ে লাওসের উদ্দেশে রওনা দেবে বাটলারের শিষ্যরা। উল্লেখ্য, এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩৩টি দেশ। আটটি গ্রুপের শীর্ষ দল সরাসরি মূল পর্বে খেলবে। পাশাপাশি সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থান অর্জনকারী সেরা তিনটি দল সুযোগ পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে অংশ নেয়ার। গত ১১ থেকে ২১ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ আধিপত্য দেখিয়েছিল আফিদা খন্দকারের নেতৃত্বাধীন লাল-সবুজরা। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে চায় মেয়েরা।

বাংলাদেশের ম্যাচ সূচি (এইচ গ্রুপ):

৬ আগস্ট: বাংলাদেশ বনাম লাওস, ৮ আগস্ট: বাংলাদেশ বনাম পূর্ব তিমুর, ১০ আগস্ট: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, অনূর্ধ্ব-২০ বাংলাদেশ নারী স্কোয়াড।

গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।

ডিফেন্ডার: জয়নব বিবি, আফিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎

মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।