আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের নারী ফুটবল লিগ। আর আজ থেকে শুরু হচ্ছে দলবদল কার্যক্রম। যা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। লিগের পর্দা নামবে আগামী ৩১ জানুয়ারি। লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, সময় স্বল্পতা থাকলেও খেলোয়াড়দের বিশ্রামের কথা বিবেচনা করে ফিকশ্চারে প্রতিটি ম্যাচের পর দুই দিনের বিরতি রাখা হয়েছে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। এবারের লিগে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ থাকছে। প্রতিটি ক্লাব সর্বোচ্চ চারজন বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারবে, তবে ম্যাচে একসঙ্গে খেলতে পারবেন তিনজন। এছাড়া বয়সভিত্তিক খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে বাফুফে এবার কঠোর নিয়ম চালু করেছে। প্রতিটি দলে বাধ্যতামূলকভাবে চারজন করে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ খেলোয়াড় রাখতে হবে। এমনকি শুরুর একাদশেও এই দুই বয়সভিত্তিক ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন খেলোয়াড়কে মাঠে নামানো বাধ্যতামূলক করা হয়েছে। বদলি খেলোয়াড়ের ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে। খেলোয়াড় পুল গঠনের গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। তিনি স্পষ্ট জানান, এবার কোনো পুল সিস্টেম থাকছে না। সব খেলোয়াড় ‘ফ্রি’ থাকবেন এবং তারা নিজেদের পছন্দমতো ক্লাবে যোগ দিতে পারবেন। প্রতিটি ক্লাব সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ৩৫ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। ফেব্রুয়ারিতে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার অস্ট্রেলিয়ার লিগে খেলতে যাবেন। তাদের বিষয়টি মাথায় রেখেই ৩১ জানুয়ারির মধ্যে লিগ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বছরে একবার হওয়া এই লিগ থেকে মেয়েদের আয়ের সুযোগ নিশ্চিত করতেই তড়িঘড়ি করে লিগ আয়োজনের এই উদ্যোগ। লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান কিরণ। ক্লাবগুলোকে অংশগ্রহণ ফি বা অনুদান দেওয়ার বিষয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। লিগ চলাকালীন জাতীয় দলের কোচ পিটার বাটলার ও ফিটনেস ট্রেনার ক্যামেরন জিপিএস প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলেও জানানো হয়েছে।
ফুটবল
নারী ফুটবল লিগের দলবদল আজ
আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের নারী ফুটবল লিগ। আর আজ থেকে শুরু হচ্ছে দলবদল কার্যক্রম। যা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। লিগের পর্দা নামবে আগামী ৩১ জানুয়ারি। লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবের সঙ্গে বৈঠক শেষে