ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের গোধূলিবেলায় আছেন। বড়জোর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হয়তো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে তাঁকে। তবে বিদায় নেয়ার আগেই ফুটবলমঞ্চে হয়তো নিজের উত্তরসূরি রেখে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। শুধু রেখে যাচ্ছেন বললে অবশ্য কম বলা হবে, রোনালদোর ছেলেকে নিয়ে রীতিমতো কাড়াকাড়িও শুরু হতে পারে। রোনালদোর ছেলে এরই মধ্যে রোনালদো জুনিয়র নামে বেশ পরিচিতি পেয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য ৫টি দেশের মধ্যে শেষ পর্যন্ত কোনটিতে খেলবে, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা। রোনালদো জুনিয়রের এরই মধ্যে ক্লাব ফুটবলের জুনিয়র দলে অভিষেক হয়েছে। খেলেছে জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও। এসব দলে খেলে বিভিন্ন সময় নিজের ছাপও রেখেছে সে। বর্তমানে রোনালদো জুনিয়র তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্লাবের হয়ে তার পায়ের ঝলকের ভিডিও বেশ মুগ্ধতাও ছড়িয়েছে। এখন হয়তো আরও বড় পরিসরে নিজেকে চেনানোর পথে হাঁটবে রোনালদো জুনিয়র।

এর মধ্যে আলোচনায় এসেছে তাঁর জাতীয় দলে খেলার প্রসঙ্গও। বিভিন্ন দিক বিবেচনায় ১৪ বছর বয়সী ছোট রোনালদোর যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ইন্টারনেট