বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবলের গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডানের এবারের মৌসুমটা ভাল যাচ্ছে না। আর্থিক সংকটে ভুগছে ক্লাবটি। তারই প্রভাব দেখা যাচ্ছে চলতি মৌসুমে। বছরের শেষে রহমতগঞ্জ মুসলিম সোসাইটির সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল লিগের শিরোপাধারীরা।শনিবার দেশের চারটি স্টেডিয়ামে লিগের চারটি ম্যাচ অনুষ্টিত হয়েছে। কুমিল্লারভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ড্র করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আভিষেক লিম্বুর গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে সমতায় ফেরান স্যামুয়েল বোয়াটেং। মোহামেডানের বিপক্ষে শুরুটা ভালো ছিল এ মৌসুমে লিগে উজ্জীবিত ফুটবল খেলা রহমতগঞ্জের। ম্যাচের ২৪তম মিনিটে সংঘবদ্ধ আক্রমণে সলোমন কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন নেপালি ডিফেন্ডার লিম্বু। এ ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় পুরান ঢাকার দলটি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সর্বশেষ দুই লিগ ম্যাচে জয়হীন থাকা মোহামেডান। ৬২তম মিনিটে উজেবিকস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের পাস থেকে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড বোয়াটেং।পিছিয়ে পড়ার পর অবশ্য পয়েন্ট পাওয়ার স্বস্তিটুকু নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আলফাজ আহমেদের দল। পয়েন্ট ভাগাভাগি করে বছর শেষ করলো মোহামেডান। চলতি লিগে আট ম্যাচে এটি মোহামেডানের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় ড্র। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে আছে আলফাজ আহমেদের দল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রহমতহঞ্জ। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। ব্রাদার্স ম্যাচে লিড নেয়। ফর্টিজের পা ওমার পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনেন। এই ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ফর্টিজ দ্বিতীয় ও ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্টিত দিনের আরেক ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত দল পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ইয়াংমেন্স ক্লাব ফকিরেরপুল। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। ম্যাচের শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। শেষ পর্যন্ত দশ জনের ফকিরেরপুলই জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ইয়াংমেন্স ফকিরেরপুল রেলিগেশন এড়িয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। অপরদিকে পিডব্লিউডি ৭ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে। পয়েন্ট টেবিলে সবার তলানিতে অবস্থান করছে আরামবাগ ক্রীড়া সংঘ।